করোনার আরেক ‘ভয়াবহ’ ধরন শনাক্ত

করোনার আরেকটি নতুন ধরন শনাক্ত হয়েছে। এই ধরনকে ‘ভয়াবহ’ বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

দুবছর ধরে পুরো বিশ্বেজুড়ে রাজত্ব করছে করোনা। ইতোমধ্যে বিভিন্ন ধরন পাওয়া গেছে এ ভাইরাসের। বিশ্বে মারা গেছে লাখ লাখ লোক। তবে নতুন এই ধরন উদ্বেগ বাড়িয়েছে বিজ্ঞানীদের।

এই ধরনটির বিরুদ্ধে টিকা কাজ করবে কিনা, কত দ্রুত ছড়াবে, উপসর্গ কতটা ভয়াবহ হবে- এখন এসব পরীক্ষায় ব্যস্ত সময় পার করছেন গবেষকরা।

করোনার নতুন ধরন নিয়ে শুক্রবার (২৬ নভেম্বর) জরুরি বৈঠকে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

এই ধরনটিকে বি.১.১.৫২৯ বলা হচ্ছে। তবে এর কোনো নাম দেওয়া হয়নি।

আরও পড়ুন : করোনা : চট্টগ্রামে আগের দিনের চিত্র 

যুক্তরাজ্যের গবেষকরা বলছেন, এই ধরন আরও সংক্রামক হতে পারে। আর এখন যে টিকা দেওয়া হচ্ছে সেটি এই ধরনের বিরুদ্ধে বেশি কার্যকর নাও হতে পারে।

এ নিয়ে যুক্তরাজ্য আগাম সতর্কতা জারি করেছে। তারা আফ্রিকার ছয়টি দেশে যাতায়াতে কড়াকড়ি আরোপ করেছে। এরমধ্যে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা আছে।

ভারত এবং ইসরায়েলও হাঁটছে যুক্তরাজ্যের পথে।

ইতোমধ্যে ইসরায়েলে আফ্রিকার মালাউইফেরত এক যাত্রীর শরীরে নতুন ধরনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া দক্ষিণ আফ্রিকা, হংকং, বতসোয়ানা ও ইসরায়েলে মোট ৬০ জনের শরীরে করোনার এই ধরন পাওয়া গেছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!