করোনামুক্তির পরও মারা গেলেন ডা. মুর্তজা, আ জ ম নাছিরের শোক

মহামারি করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার পরও মারা গেলেন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এ গোলাম মর্তুজা হারুন (৬৯) ।

শুক্রবার (২৮ মে) রাত তিনটার দিকে সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (২৯ মে) বাদ আসর জমিয়তুল ফালাহ জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে চট্টগ্রাম বিএমএ এর প্রাক্তন সভাপতি, শেভরন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গোলাম মুর্তজা হারুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

এক শোকবার্তায় তিনি গুণী চিকিৎসক ডা. গোলাম মোর্তজা হারুনের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রসঙ্গত ডা. এ এ গোলাম মর্তুজা হারুন চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রামের সাবেক সভাপতি এবং নগর বিএনপির উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!