করোনাকালে ঔষধি গাছ বিলিয়ে মায়ের মৃত্যুদিন পালন করলেন মেয়ে

পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ ‘মা’। মায়ের তুলনা আর কিছুর সঙ্গেই হয় না। মা হারানোর যন্ত্রণা কতটা কষ্টের তা শুধু তারাই উপলব্ধি করেন, যাদের মা নেই।

মা হারানো এমনই এক মেয়ে তন্দ্রা। পুরো নাম তন্দ্রা দাশগুপ্তা। ২০০৮ সালের ২০ জুলাই তন্দ্রার কাছ থেকে চিরতরে বিদায় নেন তাঁর মা কুমকুম দাশগুপ্তা।

মা হারানোর ক্ষতটা এখনও আছে সমাজকর্মী তন্দ্রার বুকের গভীরে। তাইতো দীর্ঘ এক যুগ ধরে তিনি মায়ের মৃত্যুর দিনটি স্মরণ করেন একটু ভিন্নভাবে।

আজ ২০ জুলাই, তন্দ্রার মায়ের মৃত্যুবার্ষিকী। এ বছরও তিনি মাকে স্মরণ করবেন, বরাবরের মতো ভিন্নভাবে।

মায়ের আত্মার শান্তির জন্য পারিবারিকভাবে পালন করা হয়েছে ধর্মীয় রীতি। তবে মায়ের স্মরণে তন্দ্রা সংগ্রহ করেছেন ২০০ নিম গাছের চারা। ইতোমধ্যে এসব চারা পাঠিয়ে দিয়েছেন পটিয়ায়। মায়ের মৃত্যুবার্ষিকীতে একেকটি নিমের চারা তুলে দেওয়া হবে একেকজন মানুষের হাতে।

মায়ের মৃত্যুদিনে ব্যতিক্রমী আয়োজন সম্পর্কে শ্রীনিকেতনের স্বত্বাধিবারী সমাজকর্মী তন্দ্রা দাশগুপ্তা আলেকিত চট্টগ্রামকে বলেন, প্রতিবছরই মায়ের মৃত্যুদিনে কিছু করার চেষ্টা করি। এখন যেহেতু করোনার কঠিন সময় চলছে তাই নিম গাছের চারা বিতরণের উদ্যোগ নিয়েছি। নিমের শীতল হাওয়ায় সকল রোগ-ব্যাধি দূর হয়ে যাক এটাই চাওয়া।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm