চট্টগ্রামে হু হু করে বাড়ছে করোনা

চট্টগ্রামে হু হু করে বাড়ছে করোনা। কোনোভাবেই শনাক্তের লাগাম টানা যাচ্ছে না। প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৭৫ নমুনায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৯৮৯ জন। শনাক্তের হার ৩৯.৯৬ শতাংশ। আগের দিন শনাক্তের এ হার ছিল ৩৮.৬৪ শতাংশ।

তবে এদিন করোনায় কারো মৃত্যু হয়নি। নতুন আক্রান্তদের মধ্যে ৬৭৭ জন নগর ও ৩১২ জন উপজেলার বাসিন্দা।

সোমবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আরও,পড়ুন : চট্টগ্রামে সুনামি গতির করোনায় নতুন রেকর্ড

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১১ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে ইম্পেরিয়াল ৪৩৩ নমুনায় ১৬২ জন, বিআইটিআইডিতে ৩৮৬ নমুনায় ১১৬ জন, ইপিক হেলথ কেয়ারে ২৯৬ নমুনায় ১৬১ জন, এন্টিজেন টেস্টে ২৯৫ নমুনায় ১৩৫ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৯১ নমুনায় ৮৮ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭৪ নমুনায় ৯৭ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১৭১ নমুনায় ৪০ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ১৫৮ নমুনায় ৩৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস হাসপাতালে ১৫২ নমুনায় ৮৫ জন, মেট্রোপলিটন হাসপাতালে ৮৭ নমুনায় ৫৩ জন, আরটিআরএলে ৩২ নমুনায় ১৯ জনের দেহে এ জীবাণু পাওয়া গেছে।

তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ, শেভরন, কক্সবাজার মেডিকেল কলেজ, ল্যাবএইড এবং শাহ আমানত বিমানবন্দরে এদিন কোনো নমুনা পরীক্ষা হয়নি।

আরও পড়ুন : চট্টগ্রামে করোনা : ৪ ল্যাবে সর্বনাশ

উপজেলার মধ্যে পটিয়া ৬২ জন, হাটহাজারী ৪৪ জন, সীতাকুণ্ড ৪৪ জন, রাউজান ৩৪ জন, সাতকানিয়া ২২ জন, চন্দনাইশ ২১ জন, ফটিকছড়ি ২১ জন, রাঙ্গুনিয়া ১৮ জন, বোয়ালখালী ১৪ জন, মিরসরাই ৮ জন, আনোয়ারা ৮ জন, লোহাগাড়া ৭ জন, বাঁশখালী ৫ জন এবং সন্দ্বীপে ৪ জন আক্রান্ত হয়েছেন।

এদিন কর্ণফুলী উপজেলায় কোনো করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত ১ লাখ ১২ হাজার ১১২ জন। এরমধ্যে ৮১ হাজার ৮৬১ জন নগর এবং ৩০ হাজার ২৫১ জন উপজেলার বাসিন্দা।

মোট মৃত্যু ১ হাজার ৩৪৩। এর ৭২৮ জন নগর এবং ৬১৫ জন উপজেলার বাসিন্দা।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!