চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন।
আরও পড়ুন: হঠাৎ উত্তপ্ত চুয়েট—এক ছাত্রকে কোপাল রাম দা দিয়ে, আরেক ছাত্রের ফাটাল মাথা
জানা যায়, গত বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়েটের প্রধান ফটকের বাইরের এক রেস্তোরাঁয় নাস্তা করছিলেন দুই ছাত্রী। এ সময় পাশের টেবিলে বসা পুলিশ সদস্য শফিকুল অশ্লীল অঙ্গভঙ্গি করেন। এরপর রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার পরও তাদের উত্ত্যক্ত করার চেষ্টা করেন তিনি। একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে অভিযুক্ত পুলিশ সদস্যকে আটকে রাখেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম এবং রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন। এ সময় অভিযুক্ত পুলিশ সদস্য শফিকুলকে শিক্ষার্থীরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে তুলে দেন।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন আলোকিত চট্টগ্রামকে বলেন, চুয়েটের পুলিশ ক্যাম্পের এক সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়ার পর তাকে প্রত্যাহার করা হয়েছে।