বোয়ালখালীর ফুলতলে ফুটপাত দখল করে চলছিল জমজমাট বাণিজ্য। তবে সেই বাণিজ্যে বাধা হয়ে দাঁড়িয়েছেন ম্যাজিস্ট্রেট। ঝটিকা অভিযানে তিনি উচ্ছেদ করেছেন ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকান।
মঙ্গলবার (১১ অক্টোবর) ফুলতল এলাকায় এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন। এসময় ফুটপাতে মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য তিনি সবাইকে সতর্ক করেন।
আরও পড়ুন: স্কুলের সামনে ছাত্রীকে উত্ত্যক্ত করা যুবককে ধরে জেলে দিলেন ম্যাজিস্ট্রেট
এদিকে একইদিন উপজেলার মিলিটারি পুলে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন। অভিযানে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালানো ৭ জনের বিরুদ্ধে মামলা করে চার হাজার ৪শ টাকা জরিমানা করা হয়।
শাহীনূর কিবরিয়া মাসুদ/আলোকিত চট্টগ্রাম