রাউজানে কবুতর খুঁজতে উঠে ছাদ থেকে পড়ে সিফাত (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯.আগস্ট) সকাল সাড়ে ৮টায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিফাত রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নজির আহমদ মিস্ত্রি বাড়ির প্রবাসী মো. জামালের ছেলে।
আরও পড়ুন :প্রেমিকের উপহার দেওয়া মোবাইলই কাল হলো কিশোরীর
স্থানীয় লোকজন ও নিহতের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত সাড়ে ৮টায় পালন করা কবুতর খুঁজতে বাড়ির অদূরে প্রতিবেশীর একতলা ভবনে উঠলে হঠাৎ নিচে পড়ে যায় সিফাত। পরে ঘরে ফিরলেও সকালে থেকে বমি শুরু হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান স্বজনরা। আজ সকাল সাড়ে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ধরনের কোনো তথ্য পায়নি। স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের পরিবার কেউ কিছু জানায়নি।
এসএ/আরবি