মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে বিক্রি করা দুটি কোরবানির গরুসহ পুড়ে গেছে চার বসতঘর।
সোমবার (১৯ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের রেললাইনের পাশে জাকিরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি।
তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হন মো. আলাউদ্দিন, কামাল হোসেন, রুহুল আমিন ও ভাড়াটিয়া মো. সোহাগ।
স্থানীয় বাসিন্দা মো. শাখাওয়াত হোসেন জানান, সোমবার দিবাগত রাতে জাকিরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৪ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক রুহুল আমিন বলেন, `দুটি কোরবানির গরু বিক্রি করেছিলাম। ক্রেতা গরুগুলো আজ (মঙ্গলবার) নিয়ে যাওয়ার কথা ছিল। আমার সেই গরু দুটি আগুনে পুড়ে মারা গেছে। পুড়ে ছাই হয়ে গেছে গরু বিক্রির টাকা। আমি মানুষের থেকে গরু বর্গা নিয়ে কোরবানির জন্য মোটাতাজা করেছি। কী করে তাদের ক্ষতিপূরণ দিবো বুঝছি না।‘
ওয়াদেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজুলল কবির ফিরোজ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হতদরিদ্র। অগ্নিকাণ্ডের খবর শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের ৩০ কেজি চাল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়েছে।
আজিজ/আরবি