কণ্ঠশিল্পী সুব্রত–সুতপাকে সম্মাননা দিল বৈদিক পরিষদ

বেতার ও টেলিভিশনের কণ্ঠশিল্পী এবং চট্টগ্রাম শিশু একাডেমির প্রশিক্ষক সুব্রত দাশ অনুজ ও সুতপা চৌধুরী মুমুকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম মহানগর।

বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নগরের ফুলকি এ কে খান মিলনায়তনে শিল্পীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাহিত্যিক অধ্যাপক পংকজ দেব অপু।

আরও পড়ুন : আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশের ৩ সম্মাননা

মহালয়ার আগমনী গান দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠানের সূচনা হয়। পরিবেশনায় ছিল ত্রিবেণী পাল পূর্বা ও নীলাঞ্জনা তলাপাত্র।

শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে মহালয়ার আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজীব দে শম্ভু।

অধ্যাপক মনোজ কুমার দেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুমন দে, অরুণ মল্লিক, ডা. নারায়ণ মজুমদার, দোলন দাশ, ডা. দেবাশীষ মজুমদার, সমীর দত্ত, অধ্যাপক প্রদীপ দাশ ও লায়ন সুভাষ দাশ।

শেষ পর্বে সংগীত পরিবেশন করে ইস্পিতা দে ও শীলা চৌধুরী।

নৃত্য পরিবেশনা করেন ঋদ্ধি, স্বপ্নিলা, মৌ, পিউ ও অক্ষরা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm