কঠোর বিধিনিষেধ: রোগীর সেবায় নগরজুড়ে ছাত্রলীগের ১০ অটোরিকশা

ছাত্রলীগ নেতা গোলাম সামদানীর তত্ত্বাবধানে

কঠোর বিধিনিষেধ বন্ধ রয়েছে গণপরিবহন। এমন পরিস্থিতিতে রোগীদের যাতায়ত নিশ্চিত করতে এগিয়ে এসেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। এজন্য চালু করা হয়েছে ফ্রি অটোরিকশা সার্ভিস।

সংগঠনের নেতারা জানান, এখন থেকে রোগীদের সেবায় নিয়োজিত থাকবে ছাত্রলীগের ১০টি অটোরিকশা। নগর ছাত্রলীগের অনন্য এ উদ্যোগের তত্ত্বাবধানে রয়েছেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম সামদানী জনি।

এদিকে এ উপলক্ষে শনিবার (২৪ জুলাই) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হালিশহর থানা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল হক চৌধুরী শোয়েব, থানা ছাত্রলীগ সদস্য ইমরান খান আরভি, ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মাহফুজ আহমেদ ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রনি, ১১ ও ২৬নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ফাহিমুল ইসলাম, সাব্বির আহমেদ শামিম, মো. রাফি, সাজিদুল ইসলাম, মো. সোহাগ ও থানা যুবলীগ নেতা মোস্তফা রিগ্যান।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm