কক্সবাজারে গোলাম রব্বানী (৪৫) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা তাকে গুলি করে খুন করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পকেটে থাকা এনআইডি কার্ডে নিশ্চিত হওয়া গেছে পরিচয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে সমুদ্রসৈকতের সিগাল পয়েন্টে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিলেন গোলাম রব্বানী। এসময় সেখান থেকে কয়েকজন ইজিবাইক (টমটম) চালক তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : মাকে খুন করে ছেলে গেল পুলিশের কাছে
এদিকে এনআইডি কার্ডের তথ্যে জানা যায়, নিহত গোলাম রব্বানীর বাড়ি খুলনা সিটি করপোরেশনের দৌলতপুর উত্তরপাড়া এলাকায়। তার বাবার নাম গোলাম আকবর। তবে তিনি পর্যটক নাকি স্থানীয় কোনো প্রতিষ্ঠানে কর্মরত তা নিশ্চিত হওয়া যায়নি।
যোগাযোগ করা হলে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইলিয়াছ খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
বিডি/আরবি