বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তরুণ সাংবাদিক বলরাম দাশ অনুপম। শহরের লালদিঘীর পাড়ের ব্রাহ্ম মন্দিরের শ্রী বিভূতি ভূষণ সেন মিলনায়তনে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভায় বলরাম দাশ অনুপমকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি উজ্জ্বল কর ও সাধারণ সম্পাদক বেন্টু দাশ।
সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বাপপী শর্মার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
২০২১ সালের ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার কাউন্সিল। সেই কাউন্সিলে সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হন অ্যাড. বাপপী শর্মা। সাধারণ সম্পাদক পদে বলরাম দাশ অনুপম ও বাবলা পাল সমান ২৩ ভোট করে পেলে দুজনের সম্মতিতে এক বছর করে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত দেন জেলা পূজা উদযাপন পরিষদের নীতিনির্ধারণী ফোরাম। এতে ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বাবলা পাল। বাবলা পালের মেয়াদ শেষ হওয়ায় ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বলরাম দাশ অনুপমকে।
মন্তব্য নেওয়া বন্ধ।