কক্সবাজার থেকে ইয়াবা কিনে প্রাইভেট কারে ঢাকা যাচ্ছিল দুই যুবক

লোহাগাড়ায় ১৫ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ টাকা।

২৭ সেপ্টেম্বর (সোমবার) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানাধীন চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনের চেকপোস্টে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: ৫ হাজার ইয়াবা নিয়ে ৩ মাদক কারবারি ধরা খেল

আটকরা হলেন- গাইবান্ধার মো. উজ্জ্বল মিয়া (৩৪) ও যাত্রাবাড়ির মো. নেছার আহমেদ (৩১)। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয় ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এসময় ১৫ হাজার ইয়াবাসহ উজ্জ্বল ও নেছারকে আটক করা হয়।

আরও পড়ুন: ৫ হাজার ইয়াবা নিয়ে ৩ মাদক কারবারি ধরা খেল

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, ১৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। আটকরা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলেন। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ টাকা।

ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ (মঙ্গলবার) চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

সাত্তার/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm