কক্সবাজার জেলায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হয়েছেন অমল কান্তি দাশ। তিনি কক্সবাজার ছাড়াও বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও দক্ষিণ চট্টগ্রাম জেলার দায়িত্বেও থাকবেন।
অমল কান্তি দাশ বান্দরবান জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
এছাড়া তিনি দীর্ঘদিন ধরে অবহেলিত সনাতনী সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করে আসছেন। পাশাপাশি মঠ-মন্দির-শ্মশান থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও কাজ করে চলেছেন। তিনি বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ডের নিউ গুনশান এলাকার মৃত মানিক চন্দ্র দাশের ছেলে।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি অমল কান্তি দাশ বলেন, আমাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে সেটি আমি সকলকে সাথে নিয়ে করার চেষ্টা করব। এ জন্য আমি সকলের সহযোগিতা কামনা করি।
উল্লেখ্য, এই পাঁচ জেলায় গত তিন বছর ধরে দায়িত্ব পালন করেছেন রামুর বাবুল চন্দ্র শর্মা।
বলরাম/এসআই