কক্সবাজারে লোকনাথ স্মরণোৎসব শুরু

কক্সবাজারে নানা আয়োজনে আজ থেকে শুরু হয়েছে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩১তম তিরোধান স্মরণোৎসব। এ উপলক্ষে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ২ জুন (বুধবার) সন্ধ্যা ৬টায় শুভ অধিবাস। এতে পৌরহিত্য করবেন বিপ্লব চক্রবর্তী।

৩ জুন (বৃহস্পতিবার) ভোর ৫টায় ঊষা কীর্তন, সকাল ৯টায় বাল্যভোগ, সাড়ে ১০টায় চন্ডী পাঠ, ১১টায় পূজা আরম্ভ, সাড়ে ১২টায় পুষ্পাঞ্জলি প্রদান, দুপুর দেড়টায় মহাপ্রসাদ বিতরণ, বিকাল ৪টায় রাজভোগ ও সন্ধ্যা ৬টায় সন্ধ্যারতি-নামকীর্ত্তন।

উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকলকে উপস্থিত থাকতে তিরোধান দিবস উদযাপন পরিষদের আহ্ববায়ক শেলিকা আচার্য্য, সদস্য তপন দাশ ও রাজু পাল অনুরোধ জানিয়েছেন ।

করোনাভাইরাসের কারণে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে এই মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!