কক্সবাজারের একটি রিসোর্টে স্ত্রীর লাশ রেখে পালিয়েছে স্বামী।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রিসোর্টের একটি রুম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায় ট্যুরিস্ট পুলিশ।
রিসোর্ট সূত্রে জানা যায়, নিহত নারীর নাম ফারজানা (২৩) এবং তার স্বামীর নাম সাগর। তাদের বাড়ি কুমিল্লা চান্দিনা থানা এলাকায়।
আরও পড়ুন: ‘বাসেই জন্ম নিল সন্তান’—নারায়ণগঞ্জ থেকে চকরিয়া যাচ্ছিলেন স্বামী-স্ত্রী
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন বলেন, আজ (মঙ্গলবার) সকালে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে কলাতলির পিবিআই অফিসের পেছনের গলির আমারী নামক একটি রিসোর্টে উঠেছিল।
তিনি আরও বলেন, সকাল ১১টায় তাদের রুম থেকে কোনোরকম সাড়া শব্দ না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ফারজানার মরদেহ পড়ে থাকতে দেখে। এ সময় তার স্বামীর পলাতক ছিলেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ফারজানা ও পলাতক সাগরের সঠিক পরিচয় ও ঠিকানা উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান তিনি।
বলরাম/আরবি