কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে নির্বাচনি সহিংসতা শুরু হয়েছে।
সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদার ও তাঁর ভাই ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী কুদরত উল্লাহ সিকদার।
শুক্রবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন : হঠাৎ হামলায় রক্তাক্ত চমেক—মামলার জালে নওফেল গ্রুপের ১৬ অনুসারী
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদার ও তাঁর ভাই ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী কুদরত উল্লাহ সিকদার নির্বাচনি প্রচারণা করছিলেন। এ সময় রাত ১০টার দিকে ৪-৫ জন মুখোশধারী ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে। তারা কুদরত উল্লাহ সিকদার ও জহির উল্লাহ সিকদারকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ সময় তারা দুজন মাটিতে লুটে পড়ে। কুদরত উল্লাহ সিকদারের সহকারী আরও কয়েকজন আহত হন।
জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনছারী বলেন, কুদরতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিয়াকতের বাহিনী এ ঘটনা ঘটিয়েছে। তারা বারবার কুদরত উল্লাহর নির্বাচনি সভায় হামলা করে আসছে।
পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল-গীয়াস।