কক্সবাজারে ব্রাহ্মণ-পুরোহিতরা পেল উপজেলা প্রশাসনের ‘উপহার’

কক্সবাজারে করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক ব্রাহ্মণ-পুরোহিতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকালে শহরের শ্রীশ্রী সরস্বতী বাড়ি প্রাঙ্গণে কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা ব্রাহ্মণ সংসদের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

কক্সবাজার জেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি অ্যাডভোকেট মৃনাল কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রনজিত দাশ।

আরও পড়ুন: কক্সবাজার হবে বিশ্বের সবচে আধুনিক পর্যটন নগরী

তিনি বলেন, ব্রাহ্মণ-পুরোহিতরা সনাতনী সমাজের দর্পণ।

জেলা ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সনজিত চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পুরোহিত-সেবায়েত প্রশিক্ষণ প্রকল্পের কনসালটেন্ট সুকুমার দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা সাংবাদিক বলরাম দাশ অনুপম।

করোনাকালীন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্রাহ্মণ-পুরোহিতরা।

বলরাম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!