কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে মৃত্যু হয়েছে এক পর্যটকের। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে আরো দুইজনকে।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পর্যটকের নাম তৌনিক মকবুল (২৪)। তিনি ঢাকা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র। থাকতেন শ্যামলীর আদাবরে। তার বাবার নাম মো নুরুল আমিন।
আরও পড়ুন: ‘স্পট—ফৌজদারহাট’ রেল লাইনের পাশেই যুবকের রক্তাক্ত লাশ
প্রাণে বেঁচে যাওয়া সাকিব বলেন, তৌনিকসহ আমরা তিন বন্ধু মঙ্গলবার বিকালে কক্সবাজার ভ্রমণে আসি। বুধবার দুপুরে সমুদ্র সৈকতের সী-গার্ল পয়েন্টে গোসল করতে নামলে ভেসে যায় আমরা। পরে বীচকর্মীরা আমাদের মুমূর্ষু অবস্থা উদ্ধার করে হাসপাতালে নেয়। হাসপাতালে ডাক্তার তৌনিককে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ছৈয়দ মুরাদ ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বলরাম/ডিসি