কক্সবাজারে বছরের ২ আলোচিত হত্যাকাণ্ড

আলোচিত নানা হত্যাকাণ্ডের মধ্যদিয়ে বিদায় নিচ্ছে ২০২১ সাল। বিদায়ী এ বছরে কক্সবাজার জেলায় লোমহর্ষক এবং বেশকিছু চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

এসবের মধ্যে স্বামীর হাতে স্ত্রী-সন্তান খুন থেকে শুরু করে পাওনা টাকা চাওয়ায় খুনের ঘটনা আছে।

তবে এ বছর রোহিঙ্গা প্রত্যাবাসন অধিকারের নেতা মুহিবুল্লাহ খুনের ঘটনা পুরো বিশ্বে আলোচনা হয়।
কক্সবাজার জেলায় ২০২১ সালের আলোচিত ও চাঞ্চল্যকর কয়েকটি হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরা হলো।

আরও পড়ুন : কক্সবাজারে গণধর্ষণ : চকরিয়া বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার মামলার তিন নম্বর আসামি

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ খুন

রোহিঙ্গাদের অধিকার আদায়ে খুন হন মুহিবুল্লাহ
চলতি বছরের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়ায় লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে খুন হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। তিনি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান ছিলেন। মুহিবুল্লাহ রোহিঙ্গাদের অধিকার আদায়ে তৎপর ছিলেন। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের চেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন তিনি।

কূটনীতিকরা মনে করেন, রোহিঙ্গা প্রত্যাবাসনকে বাধাগ্রস্ত করতেই মুহিবুল্লাহকে হত্যা করা হয়েছে। তীব্র নিন্দা ও বিচারের দাবি জানায় বিশ্ব নেতারা।

রোহিঙ্গা ক্যাম্পে ৬ মাদরাসা ছাত্র খুন

গত ২২ অক্টোবর গভীর রাতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৮ তে দারুল উলুম নদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদরাসায় ছয় মাদরাসা ছাত্র ও শিক্ষককে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এরপর এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করে এপিবিএন সদস্যরা। পরবর্তী সময়ে তারা আদালতে ১৪৪ ধারার জবানবন্দি দেন।

পুলিশ জানায়, ওই মাদরাসায় সন্ত্রাসীরা তাদের ক্যাম্প করতে চাওয়ায় মাদরাসায় ছয় ছাত্র-শিক্ষককে হত্যা করা হয়।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!