কক্সবাজারে পুলিশের জালে ১২ পেশাদার ছিনতাইকারী

কক্সবাজার ১২ পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে কক্সবাজারের পুলিশ সুপার মু. রহমত উল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ জানুয়ারি সন্ধ্যার দিকে কক্সবাজার সদর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে শহরের বিভিন্ন জায়গা থেকে একাধিক ছিনতাইয়ে জড়িত ১২ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন : চট্টগ্রামে ১১ ডাকাত-ছিনতাইকারীসহ পুলিশের জালে ১৯

আটকরা হলেন— শহরের টেকপাড়ার তানভীর হোসেন প্রকাশ পেটান প্রকাশ আজাদুর রহমান (২২), পাহাড়তলী ইসলামপুরের মো. ইসমাইল (২০), কালুর দোকান ইসুলের ঘোনার ইমরান সরোয়ার ইমন (২১), টেকপাড়া বার্মিজ মার্কেটের মো. ইরফান ফারদিন (২০), মহেশখালীর কুতুবজুম খন্দকারপাড়ার সিহাব উদ্দিন প্রকাশ খোকন (২৯), শহরের সমিতিপাড়ার মো. সোহেল (২৮), বৌদ্ধ মন্দির এলাকার সুমন কান্তি দাশ (২৫), নতুন বাহারছড়ার মো. হান্নান (১৯), পিটি স্কুল সমিতি বাজার পল্লান কাটার সাইফুল ইসলাম (২৪), পিটি স্কুল রুমালিয়ারছড়ার মো. শাহীন প্রকাশ বুলেট (২২), বাহারছড়ার হাসান মাহমুদ সাগর প্রকাশ ভিকি প্রকাশ বিগি (২৬) এবং টেকপাড়া চৌমুহনী এলাকার মিজবাউল হক মুন্না (২২)।

আটকদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm