কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তায় ৭ সিদ্ধান্ত

কক্সবাজার ভ্রমণ করতে যাওয়া পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের এটিএম জাফর আলমের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সহসভাপতি মো. রেজাউল করিম, কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি আবু তাহেরসহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট নেতারা।

আরও পড়ুন : কক্সবাজারে গণধর্ষণ : ওসিসিতে সেই নারী, মামলা তদন্ত করবে ট্যুরিস্ট পুলিশ

কক্সবাজার

Yakub Group

সভায় প্রতিটি আবাসিক হোটেলে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা চালু এবং জোরদার করাসহ ৭টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

১. সকল আবাসিক হোটেলে রুম বুকিং দেওয়ার সময় জাতীয় পরিচয়পত্র প্রদর্শন ও দাখিল করতে হবে।

২. আবাসিক হোটেলসমূহে অনুসরণীয় একটি অভিন্ন আদর্শ কর্মপদ্ধতি (এসওপি) প্রণয়ন করা হবে।

৩. প্রতিটি হোটেলে কক্ষ সংখ্যা, মূল্য তালিকা ও খালি কক্ষের সংখ্যা সম্বলিত ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড স্থাপন করতে হবে।

৪. পর্যটকদের সুবিধার্থে ডলফিন মোড়ে সুবিধাজনক স্থানে একটি তথ্যকেন্দ্র ও হেল্পডেস্ক স্থাপন করা হবে।

৫. প্রতিটি আবাসিক হোটেলে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা চালু ও জোরদার করতে হবে।

৬. হোটেল-মোটেল জোনে অবৈধ পার্কিং এবং সমাজবিরোধীদের কর্মকাণ্ড বন্ধে অভিযান জোরদার করা হবে।

৭. হোটেল-মোটেল মালিক সমিতি জেলা প্রশাসনের সহায়তায় তাদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করবে।

বলরাম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

1 মন্তব্য
  1. মোঃ সালাহ উদ্দিন বলেছেন

    সবচাইতে বড় কথা হলো হোটেল রোম ভাড়া টানানো থাকবে সেই সাথে সাগরে পারে ছবি তোলার মানুষ গুলো সহ ভিক্ষুক থাকতে পারবে না আর খাবার হোটেল খাবার সহনশীল থাকতে হবে

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।