কক্সবাজারে যাত্রা শুরু পরশ-নিখিল ব্রিগেডের

কক্সবাজারে যাত্রা শুরু করলো পরশ-নিখিল ব্রিগেড।

প্রায় দুই শতাধিক অসহায় ও গরীব মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণের মাধ্যমে এই ব্রিগেডের যাএা শুরু হয়।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে কক্সবাজার শহরের গোলদীঘির পাড়ে সবজি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ।

পরশ-নিখিল ব্রিগেডের উদ্যোক্তা বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য ইশতিয়াক আহমদ জয়।

জয়ের ব্যক্তিগত উদ্যোগে এবং করোনা ও লকডাউনের কর্মহীন হয়ে পড়া দুই শতাধিক পরিবারের মাঝে এই সবজি বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়।

Yakub Group

এতে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য ইশতিয়াক আহমদ জয় ও জেলা তাঁতী লীগের সভাপতি আরিফ উল মওলাসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

উদ্যোক্তা ইশতিয়াক আহমদ জয় বলেন, ‘অসহায় ও গরীব মানুষের সহায়তায় এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে৷’

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!