কক্সবাজারে আমেরিকান নারীকে ইভ টিজিং করায় এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) বিকেলে শহরের ঝাউতলা থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ।
আটক যুবক তারেকুল ইসলাম (২৪) কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ফরিদ আলমের ছেলে।
আরও পড়ুন : ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় কলেজছাত্রকে কোপাল কিশোর গ্যাং
এদিকে আজ বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন। তিনি বলেন, আজ আমেরিকান নাগরিক এলিজাবেথ কিমেল এক বান্ধবীকে নিয়ে কক্সবাজার শহরের সার্কিট হাউজ রোডে ঘুরতে যান। এ সময় তাকে ইভটিজিং করে তারেকুল। পরে আমেরিকান নারী বিষয়টি পুলিশকে জানালে ওই যুবককে ধরতে শুরু হয় অভিযান। এরপর বিকেল পৌনে ৫টার দিকে শহরের ঝাউতলা থেকে অভিযুক্ত তারেকুলকে আটক করে পুলিশ৷
তিনি আরও বলেন, মার্কিন নারী অভিযুক্তকে শনাক্ত করেছেন। আটকের পর প্রাথমিকভাবে দোষ স্বীকার করেছে ওই যুবক।
বিডি/আরবি