কক্সবাজারে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ২

কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া সিকদার বাজার এলাকায় দুই গ্রুপের গোলাগুলিতে ২ জন নিহত হয়েছেন।

সোমবার (৩১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শহরের রুমালিয়ারছড়া বাঁচা মিয়ার ঘোনা এলাকার রায়হানুল ইসলাম (২৬) ও টেকপাড়া চৌমুহনি এলাকার শাহেদ (২২)। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের দক্ষিন রুমালিয়ারছড়ার রায়হান বাহিনীর সাথে বিডিআর ক্যাম্প এলাকার আশু বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের কারণেই সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ।

পুলিশ জানায়, রায়হানের বিরুদ্ধে দুইটি হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা এবং আশু আলীর বিরুদ্ধে এক ডজনেরও বেশি মামলা রয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুনীর উল গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রায়হান ও আলীর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে।’

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm