কক্সবাজারে ভুয়া ডিবি পুলিশচক্রের ৪ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (১১ জানুয়ারি) বিকেলে রামুর জোয়ারিয়ানালার নুরপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: কক্সবাজারে নদীতে ভাসছিল যুবকের লাশ
আটকরা হলেন- ঈদগাঁও এলাকার লুৎফুর রহমান, মিজানুর রহমান, মুফিজুর রহমান ও রামুর মো. ইমরান হোসাইন।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মোহাম্মদ বলেন, রামুর জোয়ারিয়ানালার নুরপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযানে ৪ প্রতারককে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত ১টি হ্যান্ডকাফ, ১টি খেলনা পিস্তল, ১টি অটোরিকশা ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি বলেন, তারা ডিবি পুলিশ পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে রামু থানায় মামলা করা হয়েছে।