কক্সবাজারে আগুন: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

কক্সবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সদর উপজেলা প্রশাসন।

রোববার (৫ সেপ্টেম্বর) বিকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়।

এ সময় তিনি বলেন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের নির্দেশে ক্ষতিগ্রস্তদের দুঃখ-কষ্ট লাঘবে এগিয়ে আসা। পর্যায়ক্রমে বাড়ি নির্মাণসহ স্বাভাবিক জীবনযাপনে ফিরতে সবধরনের সহায়তা করা হবে।

আরও পড়ুন: কক্সবাজারে ব্রাহ্মণ-পুরোহিতরা পেল উপজেলা প্রশাসনের ‘উপহার’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কাউন্সিলর রাজ বিহারি দাশ, কাউন্সিলর জাহেদা আক্তার, সাংবাদিক দীপক শর্মা দিপু ও সাংবাদিক বলরাম দাশ অনুপম।

উল্লেখ্য, গত শনিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় কক্সবাজার শহরের ঘোনারপাড়ার শংকরমঠ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!