ঘুরে দাঁড়াবে কক্সবাজারের পর্যটন শিল্প—প্রত্যাশা প্রতিমন্ত্রীর

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল কক্সবাজারের পর্যটন শিল্প। করোনা নিয়ে সরকারি যে নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন করতে পারলে ঘুরে দাঁড়াবে পর্যটন শিল্প

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পর্যটক ও পর্যটন সেবাকর্মীদের সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শনিবার (২৮ আগস্ট) সকালে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবনী পয়েন্টে এ আয়োজন করা হয়।

আরও পড়ুন: সীতাকুণ্ডে পর্যটন ব্যবসা বাড়বে ১০ গুণ

এদিকে এ উপলক্ষে র‌্যালির আয়োজন করে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং কক্সবাজার জেলা প্রশাসন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোখলেছুর রহমান, কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুরাদ ইসলাম।

বলরাম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!