ওসি প্রদীপ-লিয়াকতের ফাঁসির দাবিতে মানববন্ধন

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আসমি বরখাস্তকৃত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সাক্ষ্যগ্রহণ চলাকালে কক্সবাজারের আদালত চত্বরে অসহায় নির্যাতিত সমাজ ও লাভ বাংলাদেশের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করে।

আরও পড়ুন: মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু, চলবে আরও ২ দিন

এতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি নাজনীন সরওয়ার কাবেরী ও আমরা কক্সবাজারবাসী সংগঠনের সমন্বয়ক মহসীন শেখসহ নির্যাতিত অর্ধশতাধিক পরিবারের প্রায় দুই শতাধিক লোকজন অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ওসি প্রদীপ-লিয়াকতের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানান ভুক্তভোগীরা।

আরও পড়ুন: মেজর সিনহা হত্যা: সাবেক ওসি প্রদীপসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

এর আগে সকাল ১০টার দিকে মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে মেজর সিনহা হত্যার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান।

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!