ওসিকে ব্ল্যাকমেল করতে গিয়ে ধরা খেল ‘সাংবাদিক’ মুন্না

চকরিয়া সাংবাদিক পরিচয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে চাঁদা দাবি করা মনছুর আলম মুন্না (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর এলাকা থেকে মনছুর আলম মুন্নাকে আটক করা হয়।

মনছুর আলম মুন্না কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ বড়পিলের গর্জনিয়া এলাকার আব্দুস সালামের ছেলে।

জানা যায়, সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন মুন্না। অনিয়ম-দুর্নীতির সংবাদ ছাপানোর হুমকি দিয়ে তিনি ওসির কাছে চাঁদা দাবি করেন।

আরও পড়ুন : ছাত্রীদের ব্ল্যাকমেইল করে ভিডিও বানানো মাদরাসা শিক্ষক ধরা খেল

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, গত ২৪ ডিসেম্বর মনছুর আলম মুন্না সাংবাদিক পরিচয় দিয়ে আমার ব্যক্তিগত মোবাইল নম্বরে বানোয়াট, মিথ্যা এবং অবমাননাকর বিভিন্ন কথা লিখে একটি সংবাদ লিখে পাঠান। সংবাদটি পত্রিকায় সিরিজ আকারে ছাপানো হবে বলেও জানান। পরে কৌশলে আমার কাছে চাঁদা দাবি করেন।

ওসি বলেন, বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। পরে চাঁদা দাবির ঘটনায় মামলা করি। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কক্সবাজারের বিভিন্ন থানায় চাঁদাবাজি, পর্ণোগ্রাফিসহ ৪-৫টি মামলা রয়েছে। তিনি র‌্যাব-১৫ ও কক্সবাজার সদর থানা পুলিশের হাতে তিনবার গ্রেপ্তারও হয়েছিলেন।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm