মিরসরাইয়ে কোটি টাকার যৌন উত্তেজক ওষুধ ফেলে পালাল পাচারকারীরা

মিরসরাইয়ে কোটি টাকা মূল্যের ১৩ লাখ ৫০ হাজার পিস যৌন উত্তেজক ও শক্তিবর্ধক ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় পাচারকারী কাউকে আটক করা যায়নি।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে সীমান্ত পিলার-২২০৩ এর আমতলী নামক স্থানে এসব ওষুধ জব্দ করে ৪ বিজিবির ফেনী ব্যাটালিয়নের অলিনগর ক্যাম্প সদস্যরা।

আরও পড়ুন: মেয়াদ ছাড়া ওষুধ বেচে লাজফার্মা—রুহান মেডিসিন

বিজিবি জানায়, উদ্ধার করা ওষুধগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

অলিনগর সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাচারকারীরা আমাদের উপস্থিতি টের পেয়ে কৌশলে ওষুধ ফেলে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা যৌন উত্তেজক ও শক্তিবর্ধক ওষুধগুলো শুল্ক বিভাগে জমা দেওয়া হবে। জব্দকৃত ওষুধের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!