ওরিয়েন্ট রেস্টুরেন্টে খেলা করে তেলাপোকা

রান্নাঘরে খেলা করছিল তেলাপোকা। আবার বিভিন্ন খাবারে নির্বিঘ্নে করছে ছুটোছুটি। যে পরিবেশে ইফতারসামগ্রী তৈরি হচ্ছিল তা-ও এছাড়া অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন।

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার ওরিয়েন্ট রেস্টুরেন্টে এমন চিত্র দেখতে পান জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় আরও চার প্রতিষ্ঠানে ভোক্তাবিরোধী বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়া যায়।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে নগরের আগ্রাবাদ এলাকার ৫টি প্রতিষ্ঠানে অভিযান চালায় সংস্থাটি। এ সময় ভোক্তাবিরোধী বিভিন্ন অপরাধে এসব প্রতিষ্ঠানকে ৯১ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন : ইক্যুইটি জিএফ ফরচুন মলের ফুডকোর্টে খেলা করে তেলাপোকা

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেবনাথ, সহকারী পরিচালক মাহমুদা আক্তার এবং আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।

জানা যায়, অভিযানে ওরিয়েন্ট রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর এবং অপরিচ্ছন্ন পরিবেশে ইফতার এবং খাদ্যসামগ্রী প্রস্তুত এবং পরিবেশন করতে দেখা যায়। এছাড়া বিভিন্ন খাবারে ও রান্নাঘরে ছিল তেলাপোকার অবাধ বিচরণ। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার জরিমানা করা হয়।

এছাড়া একই অভিযানে খাবার তৈরিতে অনুমোদিত কেমিক্যাল হাইড্রোস ব্যবহার এবং ইফতারসামগ্রী অস্বাস্থ্যকর খোলা পরিবেশে রাখায় আল্লাহর দান ভাত ঘরকে ২০ হাজার টাকা, পণ্যের মোড়কবিধি লঙ্ঘন করায় নিউ আগ্রাবাদ কুলিং কর্নারকে ৪ হাজার টাকা এবং একই অপরাধে মেসার্স আগ্রাবাদ ফার্মেসিকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া প্রতিশ্রুত সেবা প্রদান না করায় রং এন্টারপ্রাইজকে করা হয় ৫ হাজার টাকা জরিমানা।

এ বিষয়ে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, আজকের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৯১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভোক্তা অধিকারবিরোধী সকল কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়ে সকলকে সচেতন করা হয়।

তিনি আরও বলেন, এর আগেও ওরিয়েন্ট রেস্টুরেন্টকে সতর্ক করা হয়েছিল। আজকের অভিযানে রান্নাঘরে ও খাবারের ওপর তেলাপোকার অবাধ বিচরণ লক্ষ্য করেছি। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করেছি।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm