‘ওমিক্রন শঙ্কা’౼চট্টগ্রামে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী

ওমিক্রন শঙ্কার মাঝেই চট্টগ্রামে বাড়ছে করোনা। গত তিনদিন ধরে চট্টগ্রামে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ জন। আগের দিন (মঙ্গলবার) এ সংখ্যা ছিল ৪ জন। আর সোমবার আক্রান্তের হয়েছিল ১ জন। অর্থাৎ প্রতিদিনই পর্যায়ক্রমে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

তবে গত কয়েকদিনের ধারাবাহিকতায় বুধবারও করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২ ল্যাবে ১ হাজার ৫১৬টি নমুনা পরীক্ষা করা হয়।

আরও পড়ুন: ‘ওমিক্রন’ আটকাতে ১৫ দফা নির্দেশনা জারি করল স্বাস্থ্য অধিদপ্তর

নতুন আক্রান্তদের মধ্যে ৩ জন নগরের এবং ৪ জন উপজেলার বাসিন্দা। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ০.৪৬ শতাংশ।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪০৯ জন। এর মধ্যে নগরের ৭৪ হাজার ৯৪ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩১৫ জন।

এছাড়া মারা যাওয়া করা ১ হাজার ৩৩১ জনের মধ্যে ৭২৩ জন নগরের এবং ৬০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!