‘ওমিক্রন’ ভয়ের মাঝেই চট্টগ্রামে হঠাৎ বাড়ল করোনা রোগী

‘ওমিক্রন’ ভয়ের মাঝেই চট্টগ্রামে হঠাৎ বাড়ল করোনা রোগী। একদিনের ব্যবধানে করোনা রোগী বেড়েছে তিনগুণ! তবে এদিন চট্টগ্রামের কোথাও ছিল না কোনো আহাজারি। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অথচ আগের দিন আক্রান্তের এ সংখ্যা ছিল ৩। এদিন আক্রান্ত ৯ জনই নগরের বাসিন্দা। অর্থাৎ উপজেলায় পাওয়া যায়নি কোনো করোনা রোগী। শুধু তাই নয়, করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যুও হয়নি।

সোমবার (২৯ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯ ল্যাবে ১ হাজার ৪৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ০.৬১ শতাংশ। শনাক্ত সবাই নগরের বাসিন্দা।

আরও পড়ুন: চট্টগ্রামসহ দেশের সব বন্দরে ওমিক্রন নিয়ে সতর্কবার্তা

সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী জানান, ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪৯৬ জনের নমুনা পরীক্ষায় ২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫৮ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৩৭৮ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৫ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত শনাক্ত হয়।

এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা হলো এক লাখ দুই হাজার ৩৯৭ জন। এর মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ৮৯ জন এবং উপজেলার বাসিন্দা ২৮ হাজার ৩০৮ জন।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!