ওমিক্রন—প্রথম মৃত্যু যুক্তরাজ্যে

করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে।

সোমবার (১৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

জনসনের বরাত দিয়ে স্কাই নিউজ জানায়, দুঃখের সঙ্গে জানাচ্ছি, ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে প্রথম এক রোগীর মৃত্যু হয়েছে।
দেশটিতে গত ২৭ নভেম্বর প্রথম ওমিক্রন রোগী শনাক্ত হয়। এরমধ্যে তাদের প্রায় ৪০ শতাংশ রোগীর দেহেই এ ভাইরাসের উপস্থিতি রয়েছে।

আরও পড়ুন : দ্রুত ছড়ায় ওমিক্রন—কমায় টিকার কার্যকারিতাও

তবে বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন ঠেকাতে টিকার দুই ডোজ যথেষ্ট নয়।

এমন কথার পর এই ধরন ঠেকাতে বুস্টার ডোজ দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার মতে, ওমিক্রন ঠেকাতে বুস্টার ডোজ প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ সুরক্ষা দেয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!