ওমানের ফ্লাইট চালু শিগগির

অবশেষে শিগগির চালু হতে যাচ্ছে ওমান ও বাংলাদেশের ফ্লাইট।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সরওয়ার আলম।

তিনি জানান, ‘মঙ্গলবার (১ জুন) সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষের সাথে সভা রয়েছে। সৌদি প্রবাসীদের সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। হোটেল বুকিং নিয়ে সৌদি প্রবাসীদের সমস্যা আগামী ২-৩ দিনের মধ্যে কেটে যাবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, শীঘ্রই ওমান ও বাংলাদেশের ফ্লাইট চালু হবে। প্রবাসীদের সমস্যা সমাধানে কুইক রেসপন্স টিম গঠনের পর থেকে প্রতিদিন প্রচুর কল আসছে। গুরুত্বপূর্ণ সভায় থাকার কারণে অনেক সময় কল রিসিভ করতে পারিনা, দিনশেষে দেখি সব মিলিয়ে আনুমানিক হাজারেরও বেশি ফোন আসছে। তার মধ্যে শ দুয়েক ফোন রিসিভ করতে পেরেছি।’

দেশে এসে যেসব প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ব্যাপারে সরওয়ার আলম বলেন, ‘যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে তাদের ভিসার মেয়াদ সৌদি সরকার বাড়াবে বলে আমরা আশা করছি। এ ব‍্যাপারে বাংলাদেশ সরকার তৎপর আছে।’

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm