এসকেআইটিবিআই দেখল পোর্ট সিটির শিক্ষার্থীরা

শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর (এসকেআইটিবিআই) দেখল পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা।

উন্নয়ন সাংবাদিকতা কোর্সের অংশ হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অবস্থিত দেশের প্রথম আইটি বিজনেস ইনকিউবেটরটি গত ৬ জুন পরিদর্শন করা হয়।

আরও পড়ুন : পোর্ট সিটি ইউনিভার্সিটিতে নবীনবরণে বর্ণিল আয়োজন

সহকারী অধ্যাপক এবং কোর্স শিক্ষক দিলরুবা আক্তারের নেতৃত্বে প্রভাষক তাসলিমা আক্তার ইরিনসহ প্রায় ২০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।

পরিদর্শনকালে কোর্স শিক্ষক দিলরুবা আক্তার বলেন, উন্নয়নে তথ্য-প্রযুক্তি বিষয়ক জ্ঞান উন্নয়ন সাংবাদিকতায় আমাদের ছাত্রদের উদ্বুদ্ধ করবে এবং পেশাদারিত্ব বৃদ্ধি করতে সাহায্য করবে।  স্মার্ট বাংলাদেশ গঠনে এবং বাস্তবমুখী জ্ঞান অর্জনে এ ধরনের কোর্স ওয়ার্কের বিকল্প নেই।

উন্নয়ন সাংবাদিকতার কোর্সওয়ার্ক হিসেবে পরিদর্শনে সুযোগ এবং সহযোগিতার জন্য চুয়েট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পিসিআইইউ কর্তৃপক্ষ।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm