এসএসসি ৯৫ এবং এইচএসসি ৯৭ ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি

‘বন্ধুত্বের বন্ধনে মানাবিকতা’-এই স্লোগানকে সামনে রেখে প্রথম বর্ষপূতি উদযাপন করেছ এসএসসি ৯৫ এবং এইচএসসি ৯৭ ফাউন্ডেশন। দিনব্যাপী এ আয়োজেন করে চট্টগ্রামের বন্ধুরা।

শুরুতে মোনাজাত এরপর এতিমখানা ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

আরও পড়ুন: বারামখানার বর্ষপূর্তিতে বর্ণিল আয়োজন

দ্বিতীয় পর্বে স্থানীয় একটি হোটেলে কেক কেটে প্রথম বর্ষপূর্তি পালন করা হয়।

এসময় বক্তরা বলেন, এক বছর আগে প্রতিষ্ঠা হওয়া এই সংগঠন ইতিমধ্যে সারা দেশে অগ্নিদুর্গতদের খাদ্য, ওষুধ ও আার্থিক সহযোগিতা, বন্যাকবলিত সিলেটবাসীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, অসহায়দের শীতবস্ত্র ও রোজাদারদের ইফতার বিতরণ এবং ক্যান্সার আক্রান্ত বন্ধুদের সহযোগিতা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করে আসছে। এসব কাজের ফলশ্রুতিতে সংগঠনটি সরকারের অনুমোদন পায়। আগামীতেও সংগঠনটি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করার প্রত্যাশা রাখছি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm