আগামী রোববার (১৯ জুন) থেকে শুরু হবে এসএসসি ও সমমান পরীক্ষা। চলবে আগামী ৬ জুলাই পর্যন্ত। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বেশকিছু নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: রমজানে স্কুল খোলা রাখার নেপথ্যে এসএসসি
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ। এই আদেশ আগামী রোববার থেকে পরীক্ষার শেষদিন পর্যন্ত বলবৎ থাকবে।
এছাড়া এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে এবং পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টা পর্যন্ত অস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন, উচ্চস্বরে চিৎকার, হৈচৈ, গান-বাজনা, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন এবং বহিরাগত ও অননুমোদিত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ।
তবে পরীক্ষার সংশ্লিষ্ট ও নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত ব্যক্তি এবং সরকারি দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।
এ বিষয়ে জানতে চাইলে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর আলোকিত চট্টগ্রামকে বলেন, চট্টগ্রাম মহানগরের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: এসএসসির ফল : চট্টগ্রামে বেড়েছে পাসের হার—জিপিএ ৫
অভিভাবকদের পরীক্ষা হলের সামনে অযথা ভিড় না করে হলের পরিবেশ সুন্দর রাখতে পুলিশকে সাহায্য করার অনুরোধ জানান সিএমপি কমিশনার।
প্রসঙ্গত, এবার চট্টগ্রাম মহানগরে এসএসসির জন্য ৩৯টি, ভোকেশনাল ৩টি এবং দাখিলের জন্য ৬টি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
টিবি/আরবি