সাতকানিয়ায় আটক সেই ছেলে এসএসসি পরীক্ষা দিল কক্সবাজার কারাগার থেকে

কক্সবাজার জেলা কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছে মাদক মামলার আসামি নয়ন শর্মা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জেলা কারাগার থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে সে।

নয়ন শর্মা মাদক পাচারের অভিযোগে আটক হয়েছিল চট্টগ্রামের সাতকানিয়ায়। এরপর দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কারাগারে বন্দি।

আরও পড়ুন : এসএসসি পরীক্ষা শুরু—চট্টগ্রামে কেন্দ্র বাড়লেও কমেছে পরীক্ষার্থী

কক্সবাজার জেল সুপার কামাল উদ্দিন বলেন, নয়ন শর্মা চট্টগ্রাম জেলা কারাগারে বন্দি আছে দীর্ঘদিন। এসএসসি পরীক্ষা দিতে আবেদন করলে জেলা প্রশাসন তার আবেদন গ্রহণ করেন। এরপর কারাগারে বসে পরীক্ষায় অংশ নেয় নয়ন শর্মা।

Yakub Group

তিনি বলেন, নয়নকে বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম কারাগার থেকে কক্সবাজার আনা হয়। তার জন্য বিশেষ একটি পরীক্ষা হল প্রস্তুত করা হয়। আজ (বৃহস্পতিবার) নির্দিষ্ট সময়ে সে পরীক্ষায় অংশ নেয়। এর আগে সকালে তার জন্য প্রশ্নপত্র ও খাতা নিয়ে আসেন একজন শিক্ষক।

নয়ন টেকনাফ পাইলট স্কুল থেকে পরীক্ষা দেওয়ার কথা থাকলেও চট্টগ্রাম কারাগারে বন্দি থাকায় আবেদনের পর কক্সবাজার জেলা কারাগারে পরীক্ষা দেয়ার সুযোগ দেওয়া হয় তাকে।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

মন্তব্য নেওয়া বন্ধ।