এসএসসি এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সোমবার (২৭ সেপ্টেম্বর) এ দুই পরীক্ষার সময়সূচির অনুমোদন দেয়।
করোনা মহামারিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন : নভেম্বর-ডিসেম্বরে এসএসসি-এইচএসসি, না হলে বিকল্প
সময়সূচি অনুসারে, এসএসসি পরীক্ষার তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর আর শেষ হবে ২৩ নভেম্বর। এইচএসসি পরীক্ষায় তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শুরু হবে ২ ডিসেম্বর এবং শেষ হবে ৩০ ডিসেম্বর।
সকাল ১০টা থেকে সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এমসিকিউ সিকিউ ও সিকিউ অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি