এলোপাতাড়ি ছুরি চালাল চোর—বাবা খুন, ছেলে-ভাতিজা রক্তাক্ত

সীতাকুণ্ডে চোরের ছুরিকাঘাতে সুলতান আহমেদ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় চোরকে ধরতে গিয়ে নিহতের ছেলে মোস্তফা (২৫) ও ভাতিজা ইকবাল হোসেনও ছুরিকাঘাতে আহত হন।

রোববার (৭ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ খাদেমপাড়ায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহত সুলতান আহমদ একই ইউনিয়নের মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক।

আরও পড়ুন: চোখে গামছা বেঁধে দুই চোরকে ‘ভয়ঙ্কর’ মারধর—ভাইরাল ভিডিওতে তীব্র প্রতিক্রিয়া

স্থানীয়রা জানান, রোববার ভোর আনুমানিক ৫টার দিকে সুলতান আহমদ ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হলে এক চোরকে ঘরের ভেতর ঢুকার চেষ্টা করতে দেখেন। এ সময় তিনি চোর চোর করে চিৎকার করে ধরতে গেলে চোর তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার চিৎকার শুনে সুলতানের ছেলে মোস্তফা ও ভাতিজা ইকবাল হোসেন এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করে চোর পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত সুলতানকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হবে। ঘটনাস্থল থেকে ছুরি উদ্ধার করা হয়েছে।

সালাউদ্দিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!