সুইজারল্যান্ড যাওয়া হলো না, দুবাই থেকেই দেশে ফিরে এলেন স্বাস্থ্যমন্ত্রী

সরকারি সফরে সুইজারল্যান্ড রওয়ানা দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কিন্তু বিশ্বব্যাপী করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের গুরুত্ব অনুধাবন করে দুবাই থেকেই তিনি দেশে ফিরে এলেন। বর্তমান পরিস্থিতিতে জরুরি নির্দেশনা ও করণীয় ঠিক করতে শনিবার রাতেই তিনি দেশে ফেরেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানান, সুইজ্যারল্যান্ডের সরকারি প্রোগ্রামের উদ্দেশ্যে শনিবার রওয়ানা দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু দুবাই থেকেই ভিন্ন আরেকটি ফ্লাইটে রাত ১১টায় তিনি দেশে ফিরে আসেন।

আরও পড়ুন: করোনা: এক মন্ত্রীর কণ্ঠে ‘শঙ্কা’, অন্য মন্ত্রীর প্রশ্ন—দায় কার

তিনি আরও জানান, ওমিক্রন মোকাবিলার বিষয়টি নিয়ে দ্রুত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে জরুরি বৈঠক করবেন স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকের পরপরই মিডিয়ায় ব্রিফ করে স্বাস্থ্যখাতের প্রস্তুতির আপডেট তথ্য দেশবাসীকে জানানো হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!