চট্টগ্রাম নগরের এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছুরিসহ আটজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৪ নভেম্বর) রাত দেড়টার দিকে বন্দর থানার গোসাইলডাঙ্গার সাবের প্লাজা ভবনের সামনে এক্সপ্রেসওয়ের ওপর থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি টিপ ছুরি ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
আটকরা হলেন— মো. আরমান (১৯), মো. ইসমাইল হাসান (১৯), মো. রাকিবুল হাসান (১৯), মো. পারভেজ (১৫), মাঈন উদ্দিন (১৭), মো. রিয়াদ হোসেন (১৫), সাব্বির হোসেন (১৬) ও সামিউল রহমান প্রকাশ শুভ (১৫)।
আরও পড়ুন : জেল থেকে বেরিয়ে ফের ডাকাতিতে নেমে পড়ে সেই ৪ যুবক
পুলিশ জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দেশীয় অস্ত্রশস্ত্রসহ জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। রাত দেড়টার দিকে দলের আট সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছুরি, লোহার অ্যাঙ্গেল ও দুটি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়।
এ বিষয়ে বন্দর থানার এসআই (নি.) উস্যা মং মার্মা হিরু ও এএসআই (নি.) আমজাদ হোসেন জানান, সোমবার রাত দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের ওপরে ছুরিসহ তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে দুটি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়। আটকরা ডাকাতির উদ্দেশে সমবেত হয়েছিল বলে স্বীকার করেছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম