রেস্টুরেন্টের সামনে থেকে যু্বক আটক, সঙ্গে এলজি—রাইফেল—বুলেট

রাউজানে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তার কাছ থেকে একটি দেশি এলজি, একটি রাইফেল, ৮ পিস বুলেট ও ৪ পিস তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

রোববার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান গিরিছায়া রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাাম মো. ছৈয়দ হোসেন প্রকাশ ফারুক (৩০)। তিনি রাঙ্গুনিয়া র ইসলামপুর ইউনিয়নের বটতলা এলাকার মো. বেলাল হোসেনের ছেলে।

আরও পড়ুন: এলজি—তলোয়ারসহ ধরা ৭ মামলার আসামি

এ বিষয়ে র‌্যাব হাটহাজারী ক্যাম্পের ডিএডি আব্দুল মতিন বলেন, অস্ত্র নিয়ে অবস্থানের গোপন সংবাদে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে রাবার বাগান গিরিছায়া রেস্টেুরেন্টের সামনে থেকে মো. ছৈয়দ হোসেন প্রকাশ ফারুক নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি দেশীয় তৈরি এলজি, একটি রাইফেল, ৮ পিস বুলেট ও ৪ পিস তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন। আজ (সোমবার) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!