কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ ৭ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে এপিবিএন সদস্যরা।
শনিবার (১৫ অক্টোবর) উপজেলার নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন : বজ্রপাত—আনোয়ারায় ঝলসে গেল কিশোরের শরীর, টেকনাফেও ‘প্রাণহানি’ পানের বরজে
আটক মো. হারুন (৩৯) একজন রোহিঙ্গা। তিনি ওই এলাকার ফজল আহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ৭টি মামলা রয়েছে।
এপিবিএন সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি এলজি ও একটি তলোয়ারসহ মো. হারুনকে গ্রেপ্তার করা হয়।
আইনানুগ ব্যবস্থা শেষে হারুনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।