লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ী সামশুল আলম। নগরের নাসিরাবাদ এয়াকুব ট্রেড সেন্টারে সোমবার (২৭ জানুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে এলডিপিতে যোগ দেন।
এর আগে সামশুল আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি সভাপতি এম এয়াকুব আলীর হাতে ফুলের তোড়া তুলে দেন। পরে এলডিপির ফরম পূরণ করেন।
আরও পড়ুন : এলডিপি নেতাকর্মীরা বসে থাকলে চলবে না : এয়াকুব আলী
এসময় এম এয়াকুব আলী বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পতনের মধ্যদিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে। আজ যারা নতুন প্রজন্মের নেতৃত্বে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে এলপিডির সর্বস্তরের নেতাকর্মীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। রাজনৈতিকভাবে ব্যবসায়ী সামশুল আলমের যোগদান গুরুত্বপূর্ণ। বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হবে।
ব্যাবসায়ী সামশুল আলম বলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের আদর্শে অনুপ্রাণিত হয়ে এলডিপিতে যোগ দিয়েছি। দলের জন্য আমি আন্তরিকভাবে কাজ করে যাব।
এসময় উপস্থিত দিলেন দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনসুর আলম।
কেএ/আরবি