আনোয়ারায় দিনদুপুরে প্রাইভেটকারে গরু চুরির সময় জুয়েল (৩১) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত বাবুল (৩২) এবং নুরুল আবছার (৩৫) নামের আরও দুই যুবক পালিয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের মাহাতা পাঠানিকোটা এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: প্রাইভেট কারে এলো চোর, দিনদুপুরে রাস্তার পাশ থেকে নিয়ে গেল গরু
পুলিশ ও থানা সূত্রে জানা যায়, আটক জুয়েল পটিয়া উপজেলার চরখানাই গ্রামের বাসিন্দা। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত বাবুল এবং নুরুল আবছার নামের দুজন পলাতক রয়েছে।
যোগাযোগ করা হলে আনোয়ারা থানার এস আই জ্যোতিষ বলেন, প্রাইভেটকারে গরু চুরির সময় জুয়েল নামের একজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা।
তিনি বলেন, এ ঘটনায় জড়িত আরও দুজন নাকি পালিয়েছে। চুরির কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।