এবার সাতকানিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে দিয়েছেন আবু বক্কর (৩২) নামে এক বিক্রয় প্রতিনিধি। মহাসড়কের ওপর কাভার্ডভ্যান রাখতে নিষেধ করায় এমন কাণ্ড করেন ওই বিক্রয় প্রতিনিধি। মাথায় আঘাত পাওয়া পুলিশ কনস্টেবলের নাম মো. আজাদ উদ্দিন (৩৮)।
সোমবার (১৩ অক্টোবর) সকালে সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের মহাসড়কের কেরানীহাট হক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কনস্টেবল আজাদ উদ্দিন এক বছর ধরে উপজেলার কেরানীহাট ট্রাফিক পুলিশ বক্সে কর্মরত। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বিবিরহাট গ্রামের চর আফজল নগর এলাকার মোজাম্মেল হকের ছেলে।
ঘটনায় জড়িত বিক্রয় প্রতিনিধি আবু বক্কর সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নাপিতের চর এলাকার সোনা মিয়ার ছেলে।
এদিকে ঘটনার পর কনস্টেবল আজাদ উদ্দিন বাদী হয়ে বিক্রয় প্রতিনিধি আবু বক্করকে একমাত্র আসামি করে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন। এরপর থানা পুলিশ আবু বক্করকে গ্রেপ্তার করে।
আহত কনস্টেবল আজাদ উদ্দিন বলেন, বিক্রয় প্রতিনিধি আবু বক্কর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাট এলাকায় গাড়ি রেখে একটি দোকানে মালামাল সরবরাহ করছিল। তখন তাকে আমি গাড়ি অন্যত্র সরিয়ে রাখতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন। তখন আমি এবং টিআই স্যার সেখান থেকে সরে এসে বিষয়টি ওই মার্কেটের মালিককে জানাই। পরে ওই বিক্রয় প্রতিনিধি পুনরায় আমাদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে মুঠোফোনে ভিডিও ধারণ করতে থাকেন। এ সময় আমি বাধা দিলে তিনি একটি স্টিলের টুল দিয়ে আমার মাথায় আঘাত করেন। এতে আমার মাথা ফেটে যায়। পরে আমি সেখান থেকে দূরে চলে এলে আমাকে লক্ষ্য করে তিনি একটি ইট নিক্ষেপ করেন। সহকর্মীরা আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অভিযুক্ত বিক্রয় প্রতিনিধি আবু বক্করের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, আমি এখন থানায় এসেছি। পরে ফ্রি হয়ে এ বিষয়ে আপনাকে বিস্তারিত জানাবো।
এ ব্যাপারে জানতে চাইলে সাতকানিয়ার কেরানিহাট ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) নূরে আলম সিদ্দিকী বলেন, সকালে একটি কাভার্ডভ্যান মহাসড়কের ওপর রেখে মালামাল নামাচ্ছিল। এতে যানজটের সম্ভাবনা তৈরি হওয়ায় আমি কনস্টেবল আজাদকে গাড়িটি অন্যত্র সরিয়ে দিতে বলি। তখন তার সাথে সেখানে থাকা একজন বিক্রয় প্রতিনিধির কথা কাটাকাটি হয়। পরে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। এর ঠিক আধা ঘণ্টা পর ওই বিক্রয় প্রতিনিধি পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা বলে মুঠোফোনে ভিডিও ধারন শুরু করেন। কনস্টেবল আজাদ বাধা দিলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ওই বিক্রয় প্রতিনিধি একটি স্টিলের টুল দিয়ে কনস্টেবল আজাদের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এদিকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, আহত অবস্থায় এক পুলিশ কনস্টেবলকে সকালে হাসপাতালে আনা হয়। তিনি মাথায় আঘাত পেয়েছেন। তাঁর মাথায় দুটি সেলাই করা হয়েছে৷ তাঁকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে। এর মধ্যে যদি বমি, খিঁচুনি কিংবা অজ্ঞান হয়ে যান তাহলে সিটিস্ক্যান করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
ডিএ/আলোকিত চট্টগ্রাম

