এবার মৃত ডলফিন ভেসে আসলো সীতাকুণ্ড উপকূলে

সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের সাগর উপকূলে জোয়ারের পানিতে এবার ভেসে এসেছে ৬ ফুট লম্বা মৃত ডলফিন।

শুক্রবার (২০ আগস্ট) উদ্ধার করা ডলফিনটির ওজন প্রায় দুই মণ।

উপকূলীয় বন বিভাগের বগাচতর বিট কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে এবার ভেসে এলো শিশুপুত্রের লাশ

জানা যায়, সকালে উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের বগাচতর সাগর উপকূলের কেওড়া বনে কাজ করছিল বন বিভাগের কর্মীরা। এ সময় তারা মৃত ডলফিনটি দেখতে পান। পরে তারা সেটি উদ্ধার করে সংরক্ষিত উপকূলীয় বনে মাটিচাপা দেন।

আরও পড়ুন: এবার কর্ণফুলীর পাড়ে ‘শিশু’ ডলফিন, দেখতে মানুষের ভিড়

উপকূলীয় বন বিভাগের বগাচতর বিট কার্যালয়ের বিট কর্মকর্তা এইচএম জলিলুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, সকালে সৈয়দপুর বগাচতর সাগর উপকূলে জোয়ারের পানিতে একটি মৃত ডলফিন ভেসে আসে। ডলফিনটি পাঁচ থেকে সাতদিন আগে সাগরে মারা গিয়ে থাকতে পারে। এরপর পানিতে ভেসে উপকূলে চলে আসে। ওই এলাকায় বনায়নের কাজ করার সময় বন বিভাগের কর্মীরা মৃত ডলফিনটি দেখতে পায়। পরে এটিকে মাটিচাপা দেওয়া হয়।

সালাউদ্দিন/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!